বন্দুকযুদ্ধে খিলগাঁওয়ে এক ডাকাত নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১১:২৭ এএম
পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর খিলগাঁওয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত ডাকাতের নাম বিল্লাল (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
খিলগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। এ সময় ডাকাত দলের এক সদস্য বিল্লাল গুলিবিদ্ধ হয় এঘটনায় খিলগাঁও মডেল থানারওসি (তদন্ত) জাহাঙ্গীর কবীর, উপ- পরিদর্শক নাসির উদ্দিন সহ আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়।
গুলিবিদ্ধ ডাকাত বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ডাকাত বিল্লালের নামে খিলগাঁও থানাসহ আরো কয়েকটি থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের দায়িত্ব প্রাপ্ত এই কর্মকর্তা।