পীরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নৈশকোচের ৩ যাত্রী নিহত, আহত ৮

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১২:৩৪ পিএম


গাইবান্ধার সাদুল্যাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধাপেরহাট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মহিলাসহ তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় অন্তত আরো ৮ যাত্রী আহত হয়। মঙ্গলবার সকালে রংপর-বগুড়া মহাসড়কে ধাপেরহাট এলাকায় ফাইভস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপর-বগুড়া মহাসড়কে নৈশকোচ জাকির পরিবহনের একটি গাড়ি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে। অপর দিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ওই কোচটিকে সাইড দিতে গিয়ে ধাপেরহাট এলাকায় ফাইভস্টার মোড়ে কোচের সাথে ধাক্কায় লাগে। এসময় কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং কোচটির কিছু অংশ ভেঙে তিন যাত্রী নিহত হয় এবং আহত হয় ৮ যাত্রী।
নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রথম ডাঙ্গা গ্রামের আনছার আলীর স্ত্রী ছামছুন্নাহার বেগম (৩৫), ধরলা সাথী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও সিংহসিংলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে রেজাউল করিম (৩৫)। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হতাহতদের ফেলে রেখে বাসটি নিয়ে চালক পালিয়ে যার।
সাদুল্যাপুর ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রশিদ সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোচটি আটক করা সম্ভব হয়নি। নিহতদেরকে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।