শপথ নিলেন সুলতান মনসুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ১২:১৬ পিএম

একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের মনোনয়ন ও বিএনপির ধানের শীষ নিয়ে জয়লাভ করা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তাকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
এর আগে বুধবার সন্ধ্যায় শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সুলতান মনসুর বলেছেন, আমি আগামীকাল (আজ) বেলা ১১টায় শপথ নেবো। আমি জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতা হিসেবে শপথ নিচ্ছি।
তবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের সংসদ সদস্য মো. মুকাব্বির খান এদিন বলেন, আজকে আমাদের গণফোরামের নীতি র্নিধারণী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল আমি শপথ নিচ্ছি না। তারিখ পরিবর্তন চেয়ে স্পিকার বরাবর চিঠি দিয়েছি। পরবর্তী বৈঠক বসে আমরা দিন ঠিক করবো কবে শপথ নেবো। তা ড. কামাল হোসেন স্যারের সঙ্গে আলোচনা করেই প্রেসিডিয়াম কমিটিতে সিদ্ধান্ত আসবে।