×

জাতীয়

সুন্দরবনে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১০:৫৭ এএম

   
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবনে পলাশ ওরফে গামা মন্ডল (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা, ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহতপলাশ ওরফে গামা মন্ডল দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, দস্যু মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি করে। এ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৭টায় তারা সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় অভিযান শুরু করেন। তিনি জানান, এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এক পর্যায়ে মুন্না বাহিনী পিছু হটে। পরে ঘটনাস্থলে মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনাস্থল থেকে ১১ জিম্মি জেলে, দুটি নৌকা, একটি শার্টার গান, একটি টুটুবোর রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া উভয়পক্ষের গোলাগুলিতে কয়রা থানার সেকেন্ড অফিসার এসআই রাজিউল আমিন এবং কনস্টেবল মো. লিটন ও হারিজ আহত হন বলেও দাবি করেন ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App