
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৭:৪০ পিএম
আরো পড়ুন
ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০৩:১২ পিএম
নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে। শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বের হয়ে পুরানা পল্টনের দিকে আসছিলেন আকরাম। এ সময় পুলিশ তাকে আটক করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০৩:১২ পিএম
নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে। শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বের হয়ে পুরানা পল্টনের দিকে আসছিলেন আকরাম। এ সময় পুলিশ তাকে আটক করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।