×

জাতীয়

গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নমুখী ইশতেহার চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ১২:০৩ পিএম

গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নমুখী ইশতেহার চাই
   
কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর কাছে গণমুখী, বাস্তবসম্মত, গঠনমূলক, প্রগতিশীল, কল্যাণমুখী নির্বাচনী ইশতেহার চেয়েছেন দেশের বিশিষ্টজনরা। তারা আশা করছেন- আওয়ামী লীগ, জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দলের ইশতেহারে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা, কার্যকর সংসদ নিশ্চিতকরণ, কার্যকর প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, দারিদ্র্য দূরীকরণসহ উন্নয়নমুখী বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি ভোরের কাগজকে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন অনেকটাই চূড়ান্ত করেছে। এখন সবার আগ্রহের কেন্দ্র হলো ‘নির্বাচনী ইশতেহার’। এতেই রাজনৈতিক দলগুলোর সরকার পরিচালনার কর্মকৌশলের রূপরেখা থাকে। বিশিষ্টজনরা বলছেন, ‘নির্বাচনী ইশতেহার’ হলো কোনো একটি রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ পরিকল্পনা, নিজ দলের আদর্শিক ও রাজনৈতিক অবস্থান ঘোষণা ও ভোটারদের তথা জনগণের প্রতি তাদের রাজনৈতিক অঙ্গীকার। তবে ইশতেহারগুলোতে অনেক ভালো ভালো কথা থাকে, থাকে অনেক প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবে এর অনেকাংশই প্রতিফলিত হয় না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী ভোরের কাগজকে বলেন, গণতন্ত্র ও সুশাসন ছাড়া উন্নয়ন হবে না। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। সংখ্যালঘুদেরও অধিকার নিশ্চিত করতে হবে। সুশাসন নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে দুর্নীতির লাগাম টানতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ভোরের কাগজকে বলেন, ইশতেহার অনেক সময় প্রহসনমূলক হয়। সেখানে যা থাকে তার অনেক কিছুরই প্রতিফলন হয় না। এরপরও আশা করব, আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিকগুলোর ইশতেহার গণমুখী, বাস্তবসম্মত, গঠনমূলক, প্রগতিশীল, কল্যাণমুখী হবে। তাদের প্রতিজ্ঞা করতে হবে দুর্নীতির মাত্রাকে তারা শূন্যের পর্যায়ে নামিয়ে আনবেন। ইশতেহারে সুশসানের নিশ্চয়তা থাকতে হবে। উন্নয়নের জন্য সুশাসনের বিকল্প নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ভোরের কাগজকে বলেন, সুশাসনের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট বক্তব্য ও অঙ্গীকার চাই। ধর্মীয়, জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের অঙ্গীকার থাকতে হবে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ভোরের কাগজকে বলেন, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য নির্বাচনী ইশতেহারে সুশাসন ও মানবাধিকারের প্রতিষ্ঠা চাই। স্বচ্ছতা-জবাবদিহিতা, অর্থনৈতিক ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, কার্যকর সংসদ দেখতে চাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং গণভোট ফিরিয়ে আনার জন্য সংবিধানে কিছু পরিবর্তনের অঙ্গীকার চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App