টেকনাফে র্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ১০:৪৪ এএম
কক্সবাজারের টেকনাফে ট্রাকে করে ইয়াবা পাচারকালে র্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের কেরনতলী স্থলবন্দর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
নিহত দু'জন হলেন- ময়মনসিংহের কোতুয়ারী এলাকার আবদুল হাকিমের ছেলে আশিকুল জাহাঙ্গীর কোদরত (৩২) ও নারায়রগঞ্জের তুলা বড় মসজিদ এলাকার আবদুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০)।
টেকনাফ ক্যাম্প-১ এর ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, সোমবার গভীর রাতে একটি ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে পাচার হচ্ছে বলে খবর পায় র্যাব। এর কিছুক্ষণ পর টেকনাফের কেরনতলী স্থলবন্দর সংলগ্ন এলাকায় র্যাবের চেকপোস্টে একটি ট্রাক পৌঁছালে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাকে থাকা লোকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ৫ মিনিট গুলিবিনিময়ের পর ট্রাকটি ফেলে কয়েকজন লোক পালিয়ে যায়। এরপর ট্রাক থেকে ওই দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আহত দুই র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ সময় ১ লাখ পিস ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিও উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।