ঢাকায় ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০২:২৫ পিএম

আগামী ২ নভেম্বর ঢাকায় জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে জনসভা অনুষ্ঠিত হবে। এ জন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। এই দুই জায়গার যেখানেই অনুমতি পাওয়া যাবে সেখানেই জনসভা করা হবে।
২ নভেম্বর বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে এ সমাবেশ হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে সিলেট ও চট্টগ্রামে জনসভা করে নতুন এই জোট।