
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৫:৪৩ এএম
আরো পড়ুন
সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ০২:৪২ পিএম

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-জেএসডি-নাগরিক ঐক্যসহ কয়েকটি দলকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইযুম জালালী পঙ্কী ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।
সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরই মধ্যে নেতৃবৃন্দের অনেকে মঞ্চে এসে পৌঁছেছেন। সমাবেশে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-জেএসডি-নাগরিক ঐক্যসহ কয়েকটি দলকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইযুম জালালী পঙ্কী ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।
সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরই মধ্যে নেতৃবৃন্দের অনেকে মঞ্চে এসে পৌঁছেছেন। সমাবেশে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন।