×

জাতীয়

ঐক্যফ্রন্টের গ্রহণযোগ্যতা নেই জনগণের কাছে : সেতুমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০৪:৫৩ পিএম

ঐক্যফ্রন্টের গ্রহণযোগ্যতা নেই জনগণের কাছে : সেতুমন্ত্রী
   
দেশের জনগণের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের গ্রহণযোগ্যতা নেই বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐক্যফ্রন্ট গঠন করে তারা প্রথমেই বিদেশিদের কাছে গেছে, দেশের জনগণের কাছে তো যায়নি। দেশের জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। সমাবেশ করার অনুমতি না পেলেও সিলেট যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা সিলেটে মাজার জিয়ারত করতে যেতে পারেন। নির্বাচনের আগে সিলেটে মাজার জিয়ারত করার একটা ট্রাডিশন রয়েছে। কিন্তু মাজার জিয়ারতের নামে তারা যদি নাশকতা বা সহিংসতার পরিকল্পনা নিয়ে সেখানে যান সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলটির নেতৃত্বাধীন জোটের সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এরশাদ সাহেব পার্টির চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখতে পারেন। উনি সংসদে বিরোধী দলের আসনে আছেন, বিরোধী দলের পক্ষ থেকে যেকোনো বক্তব্য উনি দিতেই পারেন। উনি তো আর উনার পার্টিকে আওয়ামী লীগে দিয়ে দেননি। তিনি বলেন, এরশাদ সাহেব আমাদের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করতে পারেন আবার নাও করতে পারেন। আগামী ১০-১২ দিনের মধ্যেই সব স্পষ্ট হয়ে যাবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক; দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App