বিকল্প ধারা’র নতুন কমিটি ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:০৫ পিএম

প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে বাদ দিয়ে বিকল্প ধারা বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সাংবাদিক সম্মলনে নিজেকে নতুন সভাপতি এবং অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এ কমিটির কথা জানান ড. নুরুল আমিন ব্যাপারী।
গত ১৩ অক্টোবর দল থেকে বহিষ্কার হন বিকল্পধারা প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নুরুল আলম ব্যাপারী এবং সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ।
বি.চৌধুরী নেতৃত্বধীন বিকল্পধারা থেকে বহিষ্কার হওয়া নরুল আমিন নিজেদের বিকল্প ধারার ‘মূল ধারা’ হিসেবে দাবি করে শিগগিরই কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণাও দেন সংবাদ সম্মেলনে।
নুরুল আমিন বলেন, বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী চৌধুরীকে দলীয় গঠন তন্ত্র অনুযায়ী দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এই তিনজন বাদে সবাই আমাদের সঙ্গে আছেন ।শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরাই বিকল্প ধারার মূল ধারা।