খালেদার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩১ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে আছেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলীসহ ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।
জেলার মুহবুবুল ইসলাম জানান, বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে শনিবার (১৫ সেপ্টেম্বর) এই মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগারে যাবেন।