
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৪:২৫ পিএম
আরো পড়ুন
সালনায় দুই ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১১:৪৯ এএম

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু শেরপুর সদর থানার দিঘলপাড়া এলাকার ওমর আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের পেছনে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে পেছনের ট্রাকে কেবিনেটে থাকা রাজু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাকটিও জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু শেরপুর সদর থানার দিঘলপাড়া এলাকার ওমর আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের পেছনে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে পেছনের ট্রাকে কেবিনেটে থাকা রাজু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাকটিও জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা