ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০১:০২ পিএম

নিরাপদ সড়কের দাবিতে ঢাকার আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সোমবার (৬ আগস্ট) সকাল থেকে রাস্তায় নামেন ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে জহুরুল হক সিটির সামনে মূল রাস্তায় অবস্থান নেন। একই এলাকায় সকাল থেকে অবস্থান নেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।
একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। পুলিশের পাশাপাশি ছাত্রদের ধাওয়া দেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। ছাত্ররাও পাল্টা ধাওয়া দিলে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের ধাওয়ায় ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে।
এখন পুলিশ সাঁজোয়া যান নিয়ে বাইরে অবস্থান করছে।