সিরাজগঞ্জের কাজীপুরে বাংলা মদ পান করে ২ জনের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ১২:৫০ পিএম
সিরাজগঞ্জের কাজীপুরে বাংলা মদ পান করে মতিয়ার রহমান মতি ও বেলাল হোসেন নামের দুইজনের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে এ ঘটনা ঘটে ।
বুধবার ভোরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতির মৃত্যু হয় ও মঙ্গলবার রাতে গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামে বেলাল হোসেনের মৃত্যু হয়।
স্থানীয় ছাত্রলীগ নেতা সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে সোনামুখী বাজারে মতি ও বেলালসহ বেশ কয়েকজন বাংলা মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতে বেলাল হোসেন নিজবাড়িতে মারা যান। গুরুতর অবস্থায় মতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
গান্ধাইল ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম জানান, বেলাল ও মতি মাদকাসক্ত ছিলেন। তবে মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে কিনা এটা জানা নেই।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুন্ডু জানান, দুইজনের মৃত্যু মদ খেয়ে হয়েছে কি না জানি না। পরিবার থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।