
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:৪০ পিএম
আরো পড়ুন
বালাইনাশক আইন মন্ত্রিসভায় অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০৪:২৩ পিএম
বালাইনাশক আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন করা হয়।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, বালাইনাশক আইনে জরিমানা বাড়ছে। কোনো নির্দেশনা বা আইনের কোনো আদেশ-নির্দেশ অমান্য করা হলে কমপক্ষে ১ লাখ টাকা জরিমানার বিধান আছে। পরে প্রতিবার অপরাধ সংগঠনের জন্য ২ লাখ টাকা জরিমানা দিতে হবে। আগে এটা ছিল ৫০ হাজার টাকা, ৭৫ হাজার টাকা ও ১ লাখ টাকা।
তিনি আরো বলেন, পেস্টিসাইড অর্ডিনেন্স-১৯৭১ কে আইন আকারে করা হয়েছে। আগে এ আইনটি ইংরেজিতে ছিল, এখন তা বাংলায় করা হয়েছে। আইনে আগের মতোই ২ বছর ও ১ বছর কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বালাইনাশক আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন করা হয়।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, বালাইনাশক আইনে জরিমানা বাড়ছে। কোনো নির্দেশনা বা আইনের কোনো আদেশ-নির্দেশ অমান্য করা হলে কমপক্ষে ১ লাখ টাকা জরিমানার বিধান আছে। পরে প্রতিবার অপরাধ সংগঠনের জন্য ২ লাখ টাকা জরিমানা দিতে হবে। আগে এটা ছিল ৫০ হাজার টাকা, ৭৫ হাজার টাকা ও ১ লাখ টাকা।
তিনি আরো বলেন, পেস্টিসাইড অর্ডিনেন্স-১৯৭১ কে আইন আকারে করা হয়েছে। আগে এ আইনটি ইংরেজিতে ছিল, এখন তা বাংলায় করা হয়েছে। আইনে আগের মতোই ২ বছর ও ১ বছর কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়েছে।