জনগণের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০১৮, ০৩:৫৯ পিএম

বিএনপি জনগণের রায়কে মেনে না নিয়ে উল্টো মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করছে। তারা আদালতকে বলেছেন গণশুনানির জন্য। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। তারা জনগণের রায়কে প্রত্যাখ্যন করে গণতন্ত্রের রীতিনীতিকে অবজ্ঞা করেছে। বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, খুলনা দিয়ে আওয়ামী লীগের বিজয় শুরু হয়েছে, গাজীপুরেও হলো। আগামীতেও আমাদের বিজয় হবে। এগুলো সরকারের উন্নয়ন, দেশের সমৃদ্ধি ও অগ্রগতির ফসল। নেতিবাচক আন্দোলন জনগণ পছন্দ করে না, এটা গাজীপুরে প্রমাণ হয়েছে। বিএনপি জনগণের রায়কে প্রত্যাখ্যন করে গণতন্ত্রের রীতিনীতিকে অবজ্ঞা করেছে।
ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। সব প্রার্থীর মধ্যে সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানকার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা পুরানো কৌশলেই আছে। তাদের প্রার্থী জিতলে আছি হারলে নাই এর মানে তাদের প্রার্থী হারলেই সেখানে তারা কারচুপির অভিযোগ আনে।
তিনি বলেন, গাজীপুরের বিজয় বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পক্ষের রায়। এটা গণতান্ত্রিক জনগণ ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায়। আমরা বিশ্বাস করি দেশের জনগণ এ বিজয়ের ধারা অব্যাহত রাখবে।