
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:৪২ পিএম
আরো পড়ুন
বড়দিনের ছুটি কাটিয়ে এখন ঢাকায় পিটার হাস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে সম্প্রতি বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে। ইতোমধ্যেই ভারতের নয়াদিল্লিতে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২২ ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। তার আগের দিন (২১ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। এছাড়া গত ৩০ নভেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সে সময় তাদের মধ্যে হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে সম্প্রতি বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে। ইতোমধ্যেই ভারতের নয়াদিল্লিতে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২২ ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। তার আগের দিন (২১ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। এছাড়া গত ৩০ নভেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সে সময় তাদের মধ্যে হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।