×

জাতীয়

ইসির বক্তব্যে হতাশ বিএনপি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ০৬:২৯ পিএম

   

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোকে এককাতারে আনতে সমঝোতার উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের (ইসি) ‘নেতিবাচক অবস্থানে’ হতাশা প্রকাশ করেছে বিএনপি।

এরপরও দলটি আশা করছে, বিভিন্ন মহলের সঙ্গে ইসির সংলাপে যেসব প্রস্তাবনা এসেছে প্রতিষ্ঠানটি তা বাস্তবায়ন করবে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- সরকার যেভাবে আইন করে দেয় সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন করবে। সে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার উদ্যোগ নেবে না ইসি।’

‘সিইসি’র বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে। বিভিন্ন মহলের সঙ্গে দীর্ঘ সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ হয়- সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না। একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি যেসব পদক্ষেপ নিতে পারে তা তার গতকালের বক্তব্যে ফুটে ওঠেনি।’

রিজভী বলেন, ‘তবু আমরা আশা করব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে যেসব প্রস্তাবনা উঠে এসেছে সেটির যথাযথ বাস্তবায়ন করবে ইসি। সংলাপের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন করতে হলে নিরপেক্ষ বা সহায়ক সরকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন সেটি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে।’

রোহিঙ্গা প্রসঙ্গ : রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের ‘ব্যর্থতা ও নতজানু নীতি’ আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘মিয়ানমার সফর শেষে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মিয়ানমার। অং সান সু চি বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারে আসতে চায় না। তিনি আরো বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতন করেছে দুষ্কৃতিকারীরা। মিয়ানমার সরকারের এসব বক্তব্যের পরও স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে ঢাকঢোল পিটিয়ে বলতে পারেন, রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে সরকার।’

‘এটা শুধু নির্লজ্জ মিথ্যাচারই নয়, বরং গোটা জাতিকে হাইকোর্ট দেখানোর মতোই তামাশা। সরকারের নতজানু পররাষ্ট্র নীতি দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা মিয়ানমারে যে সফর করছেন তা শুধু প্রমোদভ্রমণে পরিণত হবে’, বলেন বিএনপির এই নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App