বিএনএম-এর ৮২ আসনে প্রার্থী ঘোষণা (পূর্ণ তালিকা)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

বিএনএম লোগো

বিএনএমের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আবু জাফর






বিএনএম প্রার্থী তালিকা
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে । বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনএমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮২ আসনে বিএনএম মনোনীত প্রার্থীর নাম রয়েছে বিএনএম-এর ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা তালিকায়।
[caption id="attachment_478181" align="aligncenter" width="700"]
বিএনএমের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আবু জাফর[/caption]
প্রার্থী তালিকা দেখতে এখানে লিঙ্কে ক্লিক করুন: Bnm Candidate
[caption id="attachment_478191" align="aligncenter" width="1400"]
বিএনএম প্রার্থী তালিকা[/caption]
[caption id="attachment_478192" align="aligncenter" width="1400"]
বিএনএম প্রার্থী তালিকা[/caption]
[caption id="attachment_478193" align="aligncenter" width="1400"]
বিএনএম প্রার্থী তালিকা[/caption]
গত আগষ্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছিল বিএনএম। তবে মাত্র ৮২টি আসনে প্রার্থী দেয়ার ব্যাখায় দলটির বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, আমরা কোয়ান্টিটিতে নয় বরং কোয়ালিটিতে বিশ্বাস করি। এ কারণে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়ন প্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে তাদের প্রার্থীরা জয়ী হয়ে সংসদে অর্থপূর্ণ ও বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এসব চৌকস সদস্যদের নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারলে খুব শিগগিরই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটবে।



