নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ইইউ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম


ছবি: সংগৃহীত
বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ প্রত্যাশার কথা জানান।
আর বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা ইউরোপীয় ইউইনয়নকে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। আমরা যে দেশে সাংবিধানিকভাবে সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন করতে চাই সে কথাটি তাদের জানিয়েছি। আজ চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতুত্বে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বাদশ নির্বাচন নিয়ে বৈঠক করেন।
