জাপার প্রার্থী ঘোষণা: রাঙ্গা আউট, আসিফ ইন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকায় নাম আসেনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও দলের বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গার। তার আসন রংপুর-১ এ এবার প্রার্থী দেয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তর হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কতদিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।
জাতীয় পার্টি মনোনয়ন দিলে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে রাঙ্গা বলেন, আমি তো মনোনয়ন ফরম নেইনি। তারপরও মনোনয়ন দিলে পরে বলব।
জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং চেয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বে রওশন পক্ষে অবস্থান নিয়ে গত বছর আলোচনায় আসেন মসিউর রহমান রাঙ্গা। এর রেশ ধরে ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের।