×

জাতীয়

সরকার সংলাপ না করলে বড় স্যাংশনস আসতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

সরকার সংলাপ না করলে বড় স্যাংশনস আসতে পারে

ছবি: সংগৃহীত

   

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে যাওয়ার এখনো পরিবেশ তৈরি হয়নি, সুষ্ঠু পরিবেশ না হওয়ার আগে নির্বাচনে গেলে আমাদের ওপর স্যাংশনস আসার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, সরকার সংলাপে না বসলে বড় স্যাংশনস আসতে পারে। এমন প্রেক্ষাপটে জাতীয় পার্টি বুঝেশুনে সিদ্ধান্ত নিবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ সভায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় জিএম কাদের নেতাদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে পিছলে যায় তাহলে তাদের বিশাল মূল্য দিতে হতে পারে। দীর্ঘদিন তাদের মাশুল দিতে হবে। বিএনপিও ক্ষমতায় না আসলে অস্তিত্ব সংকটে পড়বে। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের পার্টি অনেক দূর যাবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে পার্টি অস্তিত্ব সংকটে পড়বে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি প্রসঙ্গে তিনি বলেন, অল্প কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেখানে নিঃশর্ত সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। ভিসা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। তার মানে হলো সুষ্ঠু নির্বাচন যদি না হয়, সরকার যদি সংলাপ না করে, তাহলে নির্বাচনে আমরা গেলে আমাদের ওপর স্যাংশন আসতে পারে। যদি আলাপ আলোচনা না করে, সরকারের ওপর ডেফিনেটলি বড় ধরনের স্যাংশনস আসতে পারে। তারা দেশের ওপর স্যাংশনস দেবে না, ব্যক্তিগতভাবে দেবে। সরকার চিঠিটা গুরুত্ব দিয়ে পড়লে সংলাপের ব্যবস্থা করতেও পারে।

তিনি বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। যেহেতু পরিস্থিতি এখনো অস্পষ্ট। কোথায় পা দিলে আমি পড়ে যাবো অন্ধকারে, কোথায় পা দিলে শক্ত অবস্থানে যাবো, এটা এখনো বোঝা সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নয় জানিয়ে তিনি বলেন, ধরে নিলাম আমরা নির্বাচন করলাম। কী হতে পারে, এটার একটা ধারণা আমাকে করতে হবে। যেহেতু সব কিছু স্পষ্ট নয়। নির্বাচন আমরা বর্জন করলাম, কী হতে পারে? ইমিডিয়েট যেটি হতে পারে, আমাদের ওপর একটা চাপ সৃষ্টি হতে পারে। দল ভাঙার চেষ্টা, নেতাকর্মীদের ওপর নির্যাতন, অনেক কিছু হতে পারে। দলকে নিশ্চিহ্ন, দুর্বল করতে বড় আঘাত আসতে পারে। সেটা আপনাদের জানিয়ে রাখলাম। নির্বাচন করলে কী হবে? প্রথমত এ অবস্থায় নির্বাচন করলে জাতীয় বেইমান বা দালাল হিসেবে বলে সম্বোধন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App