কার্টুনিস্টদের ‘গাজা গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি প্রদর্শনী’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুনিস্টদের ‘গাজা গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি প্রদর্শনী’। শনিবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরির যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ও বাংলাদেশের সিনিয়র কার্টুনিস্ট আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশনের যুগ্ম সচিব মেহেদী হক, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রদর্শনীটির কিউরেটর এএসএম রেজাউর রহমান প্রমুখ।
[caption id="attachment_475353" align="aligncenter" width="1600"]
ছবি: ভোরের কাগজ[/caption]
এই প্রদর্শনীতে ৩৭ জন বাংলাদেশী কার্টুনিস্টের ৭৬টি কার্টুন স্থান পেয়েছে। এদের মধ্যে আছেন আহসান হাবীব, মেহেদী হক, বিপ্লব চক্রবর্তী, আরাফাত করিম, নাজমুল মাসুম, আবু হাসান, মাহাতাব রশীদ প্রমুখ। প্রদর্শনীতে আরো স্থান পেয়েছে ফিলিস্তিনের প্রখ্যাত কার্টুনিস্ট নাজি আল-আলী এবং মোহাম্মদ সাবানেহ্ এর কার্টুন। প্রদর্শনীতে আরো রয়েছে বাংলাদেশী তরুণ শিল্পীদের প্যালেস্টাইনের প্রতি সংহতিমূলক গ্রাফিতি ও ইন্সটলেশন আর্ট।
[caption id="attachment_475355" align="aligncenter" width="550"]
ছবি: ভোরের কাগজ[/caption]
প্রদর্শনী উদ্বোধন করে অতিথিরা অবলিম্বে গাজায় ইসরায়েলী গণহত্যা বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলি গণহত্যার বিপক্ষে দাঁড়ানো ও মুক্ত ফিলিস্তিনের দাবীতে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রদর্শনী শেষ হবে আগামী ১৪ নভেম্ভর।

