কারামুক্ত হলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিন মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী (২৭) জামিন পেয়েছেন। তিনি এখন নেত্রকোনার পথে। শনিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, হেফাজতের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
এর আগে ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাব মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি শিশু বক্তা হিসেবে পরিচিত।