সরকার ২৮ অক্টোবরের ঘটনা ব্রিফ করলো কূটনীতিকদের (ভিডিও)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম


ছবি: ভোরের কাগজ

সোমবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: ভোরের কাগজ

সোমবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: ভোরের কাগজ
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ব্রিফিংয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংগঠিত সহিংসতা তাদের সামনে তুলে ধরা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, মিশনপ্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ব্রিফিং করেন তিনি।
[caption id="attachment_473241" align="aligncenter" width="1280"]
ছবি: ভোরের কাগজ[/caption]
ব্রিফিংয়ে গত শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন তিনি। ব্রিফিংয়ে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও উপস্থাপন করা হয়।
ব্রিফিংয়ে মোমেন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা উপস্থিত রয়েছেন।

