তারেকের এপিএস অপুর বিরুদ্ধে চার্জগঠন ১৫ নভেম্বর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৫:১৩ পিএম

ছবি: সংগৃহীত
মানিলন্ডারিং আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে চার্জগঠন পেছানো হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামি অপু অসুস্থ থাকায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। তাই বিচারক চার্জগঠনের জন্য আগামী ১৫ নভেম্বর নতুন দিন ধার্য করেন।
জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারে অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচন প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অপুসহ কয়েকজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। এছাড়া ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদকের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে দুদক আইনে আরেকটি মামলাটি দায়ের করেন।