
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১১:০৯ পিএম
আরো পড়ুন
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন যুবদল নেতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:১৬ পিএম
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা। শামীম মিয়া বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক মো. রেজাউল হায়দার বলেছেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রেজাউল হায়দার বলেন, বিকেলে পুলিশ হাসপাতালের সামনে যখন পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছিল, সে সময় ওই ব্যক্তি হাসপাতালের সামনের পথ দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। সেখান থেকে কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একজন চিকিৎসকের গাড়ি চালাতেন বলে জানা গেছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন যুবদল নেতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:১৬ পিএম
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা। শামীম মিয়া বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক মো. রেজাউল হায়দার বলেছেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রেজাউল হায়দার বলেন, বিকেলে পুলিশ হাসপাতালের সামনে যখন পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছিল, সে সময় ওই ব্যক্তি হাসপাতালের সামনের পথ দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। সেখান থেকে কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একজন চিকিৎসকের গাড়ি চালাতেন বলে জানা গেছে।