বিএনপির মহাসমাবেশে পণ্ড করায় তীব্র নিন্দা বাসদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম

বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়ে, সমাবেশের মাইক বন্ধ করে দিয়ে সমাবেশ পণ্ড করে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিল বিএনপি। তল্লাশির নামে সমাবেশে আসার পথে নানা প্রতিবন্ধকতা তৈরি, গ্রেপ্তার, সমাবেশের অনুমতি দেয়া নিয়ে তালবাহানা এবং অনুমতি দেয়ার পরেও সমাবেশে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়াকে ন্যাক্কারজনক ঘটনা আখ্যা দিয়ে তিনি বলেন, এই হামলা সরকারের চরম ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ। সরকারের এই হামলা মামলা গ্রেপ্তারের ফলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত আরও গভীর সংকটে নিপতিত হবে।
বিবৃতিতে তিনি দমন পীড়ন নির্যাতনের পথ পরিহার করে ক্ষমতা আকড়ে থাকার একগুয়েমী পরিত্যাগ করার আহ্বান জানান। একই সাথে জনগণের আকাংখা অনুযায়ী অবিলম্বে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।