সমাবেশ দুপুরে, সকালেই লোকারণ্য নয়াপল্টন (ভিডিও)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১০:১০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির চূড়ান্ত আন্দোলনের মহাসমাবেশ শনিবার (২৮ অক্টোবর)। আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে।
তবে শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। ঢাকার বাইরে থেকে আসা অনেক নেতাকর্মীরা ব্যাগ বস্তা নিয়ে রাতেই নয়াপল্টনে অবস্থান করেছেন। শনিবার ভোর থেকে সকাল ৯টা নাগাদ নয়াপল্টন লোকে লোকারণ্য হয়ে ওঠে।
মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এবার ঢাকামুখী জনস্রোতের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। যে কোনো পরিস্থিতিতে তারা রাজপথে অটল থাকবেন।
সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে ঢাকা মহানগর সহ অনন্য সংগঠনের নেতারা অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়সহ বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে যাচ্ছেন। তবে সেদিকে এগোনোর উপায় নেই। বেলা গড়াতেই এ জনসমাগম আরো বাড়বে বলে জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনেকে রাস্তায় দাঁড়ায় সকালের নাস্তা সেরে নিচ্ছেন।
[caption id="attachment_472717" align="aligncenter" width="1156"]
ছবি: ভোরের কাগজ[/caption]
আজকের মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ।
এদিকে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৩টায় সমাবেশ করবে। সমমনা ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায় বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। কারওয়ানবাজারে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমাবেশ করবে এলডিপি।
বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। জামায়াতকে কোনোভাবে মাঠে নামতে দেয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
