এবার সিলেটে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১১:৩৬ এএম

ছবি: সংগৃহীত
এবার সিলেটে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়লগ ১১তম রাউন্ড অনুষ্ঠিত হবে।
দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ়করণসহ কর্মসংস্থান সৃষ্টিই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য।
বৃহস্পতিবার (৫ অক্টেবার) থেকে সিলেটের হোটেল এন্ড রিসোর্টে এই সম্মেলন শুরু হবে।
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওই দিন বিকাল চারটায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী অধিবেশনের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্মেলন শেষ হবে আগামী রবিবার (৮ অক্টোবর)।
এর আগে গত বছর ভারতের হিমাচল প্রদেশের সিমলায় ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগ’ শীর্ষক দুই দিনব্যাপী মৈত্রী সংলাপ শুরু হয়। দুই দেশের এমপি, নীতিনির্ধারক ও চিন্তাবিদরা এতে অংশ নেন।