রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে প্রবাসী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

ফাইল ছবি
রাজধানীর রামপুরায় চলন্ত বাসে এক প্রবাসী অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার নাম আমিনুল ইসলাম (৫৩) বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস ঘোষাল জানান, ওই ব্যক্তি বিমানবন্দর থেকে রাইদা পরিবহনের বাসে উঠেছিলেন। এরপর বাসযাত্রীরা রামপুরা এলাকায় আসার পর তাকে বাসের সিটে অচেতন অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি জানান, ওই ব্যক্তির সাথে পাসপোর্ট ও একটি বড় ব্যাগ পাওয়া গেছে। এছাড়া তার মানিব্যাগ, মোবাইল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি প্রবাস থেকে দেশে ফিরে বাসে করে বাড়ি ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।
এদিকে বাসটির যাত্রী মো. রাশেদুল ইসলাম জানান, তিনি রামপুরা ব্রিজ থেকে ওই বাসটিতে উঠেন। এর কিছুক্ষণ পর বাসের কন্ট্রাকটর তার পিছনের ছিটে ভাড়া তুলতে গিয়ে ওই যাত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। তখন তিনি ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।