খালেদা জিয়াকে দেখতে গেলেন রিজভী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

খালেদা জিয়াকে দেখতে গেলেন রিজভী। পুরনো ছবি
দীর্ঘদিন পর অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকেলে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ভোরের কাগজকে ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপি জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং আমি আজকে গিয়েছিলাম ম্যাডামকে দেখতে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম। খালেদা জিয়া এখন কেমন আছেন?
জানতে চাইলে তিনি বলেন, গত কয়েকদিন তার অবস্থা বেশ খারাপ। ডাক্তারের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
ড. রফিক বলেন, প্রায় চল্লিশ মিনিট আমরা সেখানে ছিলাম। ম্যাডামের শারীরিক পরিস্থিতির বিষয়ে তার কাছে জানতে চেয়েছি। বেশ কিছুক্ষণ তার সঙ্গে আমাদের আলাপ হয়েছে।
বিএনপির এই স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, সরকারের প্রতি আমার কিঠু প্রশ্নে রয়েছে- এর আগে কি কোনো সরকার কাউকে দণ্ডিত অবস্থায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয়া হয়নি? আসম আব্দুর রব, প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, হাজী সেলিম তারাও তো দণ্ডপ্রাপ্ত থাকা অবস্থায় বিদেশে চিকিৎসা নিয়েছেন। তাহলে আমাদের নেত্রী খালেদা জিয়ার বেলায় কোনো এতো বাধা।
হাসপাতাল থেকে বের হয়ে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা সংকাটাপন্ন। চিকিৎসকরা বরারবই তাকে বিদেশ নিতে বলছেন, কারণ এখানে সর্বোচ্চ চেষ্টা করার পরেও তারা বুঝতে পারছেন তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। দেশের বাইরে নিলে তিনি সুস্থ হবেন।
তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা এতটাই সংকটাপন্ন যে জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। সরকারের উদ্দেশ্যে বলবো- কোনো টালবাহানা না করে তাকে বাঁচাতে এই মুহূর্তে ব্যবস্থা নিন। তা না হলে এর দায় সরকারকেই নিতে
এ সময় রিজভী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।