কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত টানা ১২ দিনের কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিনিয়র নেতারা আলোচনা করে কর্মসূচির মেয়াদ আরোও২ দিন বাড়িয়েছে। নতুন কর্মসূচি গত ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের পরিবর্তে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
বাড়তি কর্মসূচির মধ্যে থাকছে- আগামী ২৪ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ অথবা সমাবেশ। যেখানে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদন্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এক্ষেত্রে ৩ অক্টোবরের কুমিল্লা–ফেনী-মিরসরাই-চট্টগ্রামের রোডমার্চ পিছিয়ে মাচ ৫ অক্টোবর করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রয়োজনে কিছু কর্মসূচি যোগ হতে পারে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।
এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ১৫ দিনের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি।