চালু হলো ইসির এনআইডি সার্ভার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম

চালু হলো ইসির এনআইডি সার্ভার।
দীর্ঘ ২৮ ঘণ্টা বন্ধ থাকার পরে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা চালু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াটা নাগাদ চালু হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।
তিনি জানান, রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি পরিসেবা বন্ধ রাখতে হয়েছিল। এখন এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। আজ দুপুর থেকে এটি সচল হয়েছে। মাঝে মধ্যে এটির রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়েছিল।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি সার্ভারের পরিষেবা বন্ধ করা হয়।
এর আগে গত ১৬ আগস্টেও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল। এছাড়া চলতি বছরে কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
প্রসঙ্গত, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।