×

জাতীয়

আদিলুর-এলানের রায়ে রাষ্ট্র-আসামি দুইপক্ষেরই অসন্তোষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

আদিলুর-এলানের রায়ে রাষ্ট্র-আসামি দুইপক্ষেরই অসন্তোষ

ছবি: ভোরের কাগজ

আদিলুর-এলানের রায়ে রাষ্ট্র-আসামি দুইপক্ষেরই অসন্তোষ
আদিলুর-এলানের রায়ে রাষ্ট্র-আসামি দুইপক্ষেরই অসন্তোষ
   

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৭ মিনিটে তথ্যপ্রযুক্তি আইনের এই মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। কিন্তু এ রায়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ই অসন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ নজরুল ইসলাম শামীম বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা রায়ে সাজা বেশি প্রত্যাশা করেছিলাম। রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেব।

অন্যদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন ভুইয়া বলেন, এ মামলার আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করব। সেখানে তারা খালাস পাবেন।

অন্যদিকে কারাদণ্ডের রায় শেষে কারাগারে নিয়ে যাবার সময় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র সবার উদ্দেশ্য বলেন, আমি ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে আমি আপিল করব।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম। রাতে তাদের সরাতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল মানবধিকার সংগঠন অধিকার। কিন্তু সরকারের ভাষ্য সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি।

শাপলা চত্বরে অভিযানের পর ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। পরে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। এটিই ছিল তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলা। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App