অনির্বাাচিত সরকার আনার ষড়যন্ত্র হচ্ছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম

জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। ছবি: ভোরের কাগজ


পুলিশে এডিসি হারুন, বিচার বিভাগে এমরানরা থাকে কীভাবে: শ্যামল দত্তআওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি আবারও একটি অনির্বাচিত সরকার আনতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। আমরা সজাগ না থাকলে মহাবিপদ। তাদের গভীর ষড়যন্ত্র চলছে। এর ডালপালা চারদিকে বেষ্টিত। নির্বাচন বানচাল করে এরশাদ ও জিয়ার কায়দায় সরকার আনা যায় কিনা, সেই ষড়যন্ত্রে লিপ্ত। তারা বাংলাদেশকে আবারো পেছনের দিকে নিয়ে যেতে চায়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। ‘বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে এ সভার আয়োজন করে জয় বাংলা ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এডভোকেট কামরুল বলেন, সুদের টাকা হোক আর যেভাবেই হোক ড. ইউনূস উপার্জন করেন বাংলাদেশে, ডোনেশন দেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট পার্টিকে। তিনি শহীদ মিনারে যান না, স্মৃতিসৌধে যান না। কোনো দূর্যোগে মানুষের পাশে থাকেন না। কামরুল ইসলাম বলেন, ওয়ান ইলেভেনে ড. ইউনূস শুধু শেখ হাসিনাকেই না, খালেদা জিয়াকেও মাইনাস করতে চেয়েছিলেন। নিজে দল করতে চেয়েছিলেন। অথচ বিএনপি এখন তার পক্ষে। তাকে নিয়ে বিএনপি যেভাবে মাঠে নেমেছে, বক্তৃতা-বিবৃতি দিচ্ছে, বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে এসব কিছুর পেছনে একটাই মাহাত্ম্য, তা হলো যারা আমাদের বিচার বিভাগ, মানবাধিকার আর গণতন্ত্র নিয়ে কথা বলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করে তারাই ড. ইউনূসকে নিয়ে মাথা নাড়ছে। আবার একটা ১/১১’র মতো সরকার গঠন করতে চায়। তাদের সঙ্গে আছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু অনুপ্রবেশকারী। এদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

