সংসদ অধিবেশন শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

পুরনো ছবি
একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শব্দগত ত্রুটি সারিয়ে পূণরায় শুরু হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে অধিবেশন শুরু হয়।
এর আগে জাতীয় সংসদের অধিবেশন বিকেল ৪ টা ৪৮ মিনিটে শুরু হলে দুই মিনিট অর্থাৎ ৪ টা ৫৬ মিনিটে মাইকে শব্দ আদান প্রদান বন্ধ হয়ে যায়।
সেকারণে ইমারজেন্সি মাইকে অধিবেশন কোন রকমে চলতে থাকে। পরবর্তীতে সেটাতেও ত্রুটি দেখা দিলে স্পিকার ৫ টা নাগাদ সংসদের অধিবেশন বন্ধ করতে বাধ্য হন। এসময় তাকে হ্যান্ড মাইক দিয়ে কথা বলতে দেখার যায়।
অধিবেশন বন্ধের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন কমিটি রিপোর্ট উপস্থাপন করছিলেন। পরে তার কথা কেউ শুনতে না পাওয়ায় তিনি বক্তব্য দিতে ইতস্তত বোধ করেন।
সেকারণে স্পিকার বলেন, সাময়িকভাবে শব্দ শোনা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতে পাচ্ছেন না, তো বক্তব্য দিয়ে লাভ কি? বক্তব্য পরে দেবেন। মাইক্রোফোনের ত্রুটি সারানোর চেষ্টা চলছে। আপাতত অধিবেশন স্থগিত করেন তিনি।