খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে মত দিলো আইন মন্ত্রণালয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম

পুরনো ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর জন্য মত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে মুক্তির ব্যাপারে আগের দুই শর্তই থাকছে।
খালেদা জিয়ার পরিবারের করা এক আবেদনের প্রেক্ষিতে রবিবার (১০ সেপ্টেম্বর) এ মতামত দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আগামী ২৪ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে পাওয়া খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
গত সপ্তাহে পরিবারের পক্ষ থেকে তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়।
এরপর সেটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছিল। মুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা তাকে আগের মতো দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করেছি।
শর্তগুলো হলো- তিনি ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যেতে পারবেন, তবে দেশের বাইরে যেতে পারবেন না।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার সাজায় কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়।
এছাড়া তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে। দীর্ঘ দু’বছর কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান তিনি।