চার বিদ্যুৎ কোম্পানির লোকসান ১১ হাজার ৬১৪ কোটি টাকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মোট লোকসানের পরিমাণ ১১ হাজার ৬১৪ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এমপি হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রীর দেয়া তথ্যমতে ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর পরবর্তি লোকসানের পরিমাণ ৮ হাজার ৭৭৮ দশমিক ৪৬ কোটি টাকা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকসান ২ হাজার ৫৬৩ কোটি টাকা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের লোকসান ২২৬ কোটি ৬৯ লাখ টাকা এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মোট লোকসানের পরিমাণ ৪৬ কোটি ৫৪ লাখ টাকা। সব মিলিয়ে ১১ হাজার ৬১৪ কোটি ৬৯ লাখ টাকা।
এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী লোকসানের কারণ সম্পর্কে বলেন, ২০২২-২৩ অর্থ বছরে পাইকারী পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ ব্যয় হয়েছে ১১.০৯ টাকা। আর বিক্রি করা হয়েছে ৫.৭৫ টাকা। প্রতি ইউনিটে ৫.৩৪ টাকা লোকসান হয়েছে। এছাড়া ২০২৩ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৫.০২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা নির্ধারণ করায় প্রতি মাসে প্রায় ৮৫০ কোটি টাকা থেকে ৯০০ কোটি টাকা ব্যয় বেড়েছে। সেকারণে বিদ্যুৎ খাতে লোকসানের পরিমাণ বেড়েছে বলে জানান প্রতিমন্ত্রী।