সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ পিএম

ছবি-ভোরের কাগজ
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ এর আরোহী আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
গুরুতর আহত চালক তুষারকে (২৫) ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নগর ভবন সংলগ্ন হানিফ ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা ঘটে।
ফ্লাইওভারে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ওরিয়ন গ্রুপের সেফটি ইন্সপেক্টর মো. রাকিব জানান, চানখারপুলগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রশি দিয়ে বানানো রোড ডিভাইটার ভেদ করে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুম্মান খান জানান, দুর্ঘটনায় অটোরিকশার চালক তুষারের পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
অটোরিকশাটিতে দুইজন শিক্ষার্থী ছিলেন। তারাও সামান্য আহত হয়েছেন। তবে ঘটনা পর তাদেরকে আর পাওয়া যায়নি। তবে প্রাইভেটকারের কেউ আহত হননি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়িই জব্দ করা করেছে পুলিশ।