নাসা গ্রুপের ঋণের ২৫২ কোটি টাকা সুদ মাফ কোন নিয়মে, প্রশ্ন চুন্নুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত
বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, একজন কৃষক যে লোন নেয় এক লাখ টাকা বা দুই লাখ টাকা, লোন না পরিশোধ করলে তার নামে ওয়ারেন্ট। একজন ক্ষুদ্র ব্যবসায়ী লোন নিয়ে শোধ না করলে ওয়ারেন্ট হয়। একজন কৃষক যদি ঋণ দিতে না পারে তার সুদটা মাফ চায় ব্যাংকে। আমরা সুপারিশ করি তারা মাফ করে না।
কিন্তু নাসা গ্রুপের ঋণের ২৫২ কোটি টাকা সুদ মাফ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চারটি রিজন আছে সুদ মওকুফ করার। এই চারটি রিজনের কোনটির মধ্যেই এটি পড়ে না। বাংলাদেশ ব্যাংকের অবজারভার আপত্তি দিয়েছেন এই সুদ মাফ করা যাবে না, তারপরও ২৫২ কোটি টাকা সুদ মাফ করা হলো একজন ব্যক্তির ইন্ড্রাষ্ট্রি লোনের। যেখানে গরীবের একটা লোন নেয়ার পর সুদ মাফ করা হয় না। কোন নিয়মে এ সুযোগ তারা পেল- এ নিয়ে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এ দাবি জানান।
তিনি আরও বলেন, এই যে জনতা ব্যাংক এটি নিয়ে আরও অনেক প্রশ্ন এসেছে। যেহেতু রাষ্ট্রায়াত্ব ব্যাংক, আমরা জানতে চাই এগুলো কিভাবে হলো। অর্থমন্ত্রীর কাছে এক বিলিয়ন ডলার পাচার এবং ২৫২ কোটি টাকা যে মাফ করা হলো এ বিষয়ে একটি বিবৃতি দাবি করছি।