×

জাতীয়

রক্তের হোলি খেলা হতে দেব না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৮:৪৪ পিএম

রক্তের হোলি খেলা হতে দেব না
   
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী বলেছেন, অতীতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন হয়েছে। ফলাফল পক্ষে নিয়ে গেছে। এখন বঙ্গবন্ধুর সেই আওয়ামী ও জিয়ার সেই বিএনপি নেই। এখন রাজনীতিতে ডায়ালগ দেয়, ‘খেলা হবে’। আমরা রক্তের হোলি খেলা দেখতে চাই না। আমরা থাকতে রক্তের হোলি খেলা হতে দেব না। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাকের পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শুক্রবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত কাউন্সিলে তাকে ফের পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। মানুষ এখন ভয়ে ভয়ে কথা বলেন-এমন অভিযোগ করে মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী বলেন, টকশোতে, প্রকাশ্যে কিংবা হাটে-বাজারে সব জায়গায় মানুষ ভয়ে-ভয়ে কথা বলে পাছে কথা বললেই মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। উন্নয়নের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা চাই জনগণ এ দাবি করে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, জনগণ বাক স্বাধীনতা চায়। তারপর গণতান্ত্রিক অধিকার চায়। সত্যিকার গণতন্ত্র চাই। মুক্তচিন্তার স্বাধীনতা, প্রাণ খুলে কথা বলার অধিকার চাই। জনগণ শান্তিপূর্ণ ভোট দিতে চায়। তারপরে উন্নয়ন চায়। অতএব, উন্নয়ন করলেই আপনি বা আপনারা যারা রাজনীতি করেন, দেশের মানুষের সমর্থন পাবেন, এটা কিন্তু আশা করবেন না। তিনি আরো বলেন, উন্নয়ন এক জিনিস, আর গণতন্ত্র আরেক জিনিস। পৃথিবীর বহু স্বৈরাচার উন্নয়ন করেছে। পুরো জগতের দিকে যদি তাকান, ইরাকে সাদ্দাম হোসেন, লিবিয়ায় গাদ্দাফি তারা কি উন্নয়ন করে নাই? কিন্তু, জনগণের সমর্থন তারা পায় নাই। পাকিস্তানের আইয়ুব খান, তদানীন্তন সময়ে উন্নয়ন কী করে নাই? জনসমর্থন পায় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে বাংলাদেশে একটি নির্বাচনও নিরপেক্ষ হয় নাই মন্তব্য করে তিনি বলেন, দেশের মধ্যে দুর্যোগের ঘনঘটা। কালো মেঘ ধেয়ে আসছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত আছে। সেই চক্রান্তের সঙ্গে এই দেশের সব রাজনৈতিক দলই জড়িত। এসময় পার্টির মহাসচিব শামীম হায়দার, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সলসহ কেন্দ্রীয় নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App