×

জাতীয়

সুপ্রিম কোর্টেও জামিন পাননি টিপু হত্যা মামলার আসামি ইমরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০২:৩৭ পিএম

সুপ্রিম কোর্টেও জামিন পাননি টিপু হত্যা মামলার আসামি ইমরান

জাহিদুল ইসলাম টিপু

   

সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও জামিন মেলেনি রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার অন্যতম আসামি ইমরান হোসেন জিতুর।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ সোমবার (২১ আগস্ট) এ সংক্রান্ত শুনানির পর এ আদেশ দেন। ফলে এখন আসামি জিতুকে কারাগারে থাকতে হবে।

এসময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি। আসামি জিতুর পক্ষে শুনানি করের আইনজীবী আব্দুর নূর দুলাল।

টিপু হত্যা মামলার অন্যতম আসামি চার্জশিট দাখিল করা পর্যন্ত জিতুকে জামিন দেন হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত বছরের ৫ ডিসেম্বর হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

পরবর্তী সময়ে চেম্বার আদালতের স্থগিতাদেশ তুলে জিতুকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। কিন্তু এর দুইদিন পর স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য গোপন করে জিতু জামিন নিয়েছেন— এমন একটি তথ্য রাষ্ট্রপক্ষের মাধ্যমে আপিল বিভাগের নজরে আনা হলে জিতুকে দেয়া আগের জামিন আদেশ প্রত্যাহার করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ।

জানা যায়, গত বছরের ২৪ মার্চ রাতে খিলগাঁও রেলগেটের কাছে জ্যামে আটকে থাকা টিপুর গাড়ি লক্ষ্য করে গুলি করে এক মোটরসাইকেল আরোহী। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে সেসময় গাড়ির পাশে থাকা রিকশার আরোহী কলেজছাত্রী প্রীতিও মারা যান।

এই ঘটনায় টিপুর স্ত্রী স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App