×

জাতীয়

ছাত্রদলের দুই নেতা রিমান্ডে, চারজন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম

ছাত্রদলের দুই নেতা রিমান্ডে, চারজন কারাগারে
   

গ্রেপ্তার ছয় ছাত্রদল নেতার মধ্যে দুই জনের অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিশেষ ক্ষমতা আইনের মামলায় চারজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনের সাব-ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আর রিয়াদ (২৯) ও মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ (৩০), ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) কে আদালতে হাজির করেন। এদের মধ্যে মমিনুল ইসলাম ও আরিফ বিল্লাহকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। একই থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ বিল্লাহসহ অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

প্রথমে মমিনুল ইসলাম ও আরিফ বিল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত।

এরপর আসামিদের রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হয়। আসামিদের পক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী। শুনানিতে তারা বলেন, দুই দিন আগে সাদা পোশাকধারীরা এদের গাড়িতে করে তুলে নিয়ে যাই। গুম করার উদ্দেশ্য তাদের তুলে নেয়া হয়। কিন্তু অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালসহ সর্বত্র তাদের নিখোঁজের বিষয়টি প্রকাশ পাওয়ায় সেটা আর করতে পারেনি। দুই দিন আগে অন্যায়ভাবে তুলে নিয়ে নির্যাতন করা হয়। তারা মামলার ঘটনার সাথে জড়িত না। দয়া করে তাদের জামিন দিন।

শুনানিকালে জিসান ও আরিফকে এজলাসে তোলা হয়। অপর চার আসামিকে এজলাসে তোলা হয়নি। লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শওকত আকবর এতথ্য জানান।

এরআগে শনিবার (১৯ আগস্ট) তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App