সাঈদীর চিকিৎসককে হুমকি, মূল হুমকিদাতা গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম

প্রতীকী ছবি
জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আরো জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
জীবননাশের অভিযোগ তুলে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই চিকিৎসক।
বুধবার (১৬ আগস্ট) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক মোস্তাফা জামানকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ঝিনাইদহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র্যাবের গাড়িতে ঢাকায় আনা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’
এদিকে, উত্তরা থেকে একই অভিযোগে হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) নামে এক নারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।