গণমিছিলে অংশ নিতে বাড্ডায় জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম

বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির একাংশ। ছবি: ভোরের কাগজ


গণতন্ত্র পুনরুদ্ধার ও এক দফার দাবিতে গণমিছিল কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু শপিং মলের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১১ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মিছিল প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। তবে রাজধানীর বিভিন্ন ওয়াড থেকে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন।

বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত এ গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি। গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এ গণ মিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, নেতাকর্মীরা গণমিছিলে যোগ দিতে বাড্ডায় আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই। বাড্ডা থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিয়েছে।