মধ্যরাতে ফেসবুক লাইভে নুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৭:৫৮ এএম

ছবি: লাইভ ভিডিও থেকে সংগৃহীত





গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসায় বুধবার মধ্যরাতে সাদা পোশাকের একদল লোক অভিযান চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় লাইভে এসে নুর দাবি করেন, দরজা ভেঙে নুরের বাসায় প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় তারা।

নুরের অভিযোগ, অভিযান শেষে বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে গেছে সাদা পোশাকের একদল লোক।

এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকের কয়েকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ জানান নুরুল হক নুর।
গতকাল রাত ৮টায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল মোল্লাকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায়, এমন অভিযোগ করা হয়েছিল নুরের পক্ষ থেকে।


ঘটনার সত্যতা ও সংগঠনের সভাপতিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।
এ ব্যাপারে এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।