গুলিস্তানে বিস্ফোরণ মামলার প্রতিবেদন ২৪ আগস্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম

ফাইল ছবি
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ আগস্ট নতুন দিন ধার্য করেন।
এরআগে গত ৭ মার্চ বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ২৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগ এনে মামলা করে পুলিশ। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়।
মামলাটিতে পরে ভবনের দুই মালিক আপন দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়।