বাঙলা কলেজে সংঘর্ষ: বিএনপির ১৮ জন কারাগারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৫:২৬ পিএম

সোমবার বাঙলা কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি: ভোরের কাগজ
বিএনপির পদযাত্রার সময় বাঙলা কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে মারামারির ঘটনায় দারুস সালাম থানায় পৃথক দুই মামলায় বিএনপির ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন মো. দুলাল, মোহাম্মদ আরজু, মনির ওরফে কসাই মনির, হেলাল মাঝি, জাকির হোসেন, নুরুল ইসলাম খোকন, দুলাল, নজরুল ইসলাম, মাইনুল হোসেন ওরফে শুভ, সুমন, শহিদুল ইসলাম, লোকমান, লিমন ভূইয়া, রাসেল, আবু সালেহ ওরফে এটিএম ওলিউল হাসনাত, মোহাম্মদ আলী, মনির হোসেন, বিপ্লব দেওয়ান।
এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দারুসসালাম থানা পুলিশ। এসময় আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে, গত মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির ১ দফা দাবির পদযাত্রা বাঙলা কলেজের সামনে গেলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় মোটরসাইকেল পুড়ানোসহ উভয়পক্ষের মধ্যে লাঠিসোটা দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।